Apan Desh | আপন দেশ

স্বপ্নের ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি সাদিক কায়েমের

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৬, ১০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৪:৫৬, ১০ সেপ্টেম্বর ২০২৫

স্বপ্নের ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি সাদিক কায়েমের

ছবি : আপন দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন ডাকসু নির্বাচনে সহ সভাপতি (ভিপি) পদে জয়ী সাদিক কায়েম। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ফরাফল ঘোষণার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

ডাকসুর নব নির্বাচিত ভিপি বলেছেন, যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবেন। শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। আমরা ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলবো।

সাদিক কায়েম বলেছেন, এ নির্বাচনে জয় বা পরাজয় বলে কিছুই নেই; এ নির্বাচনে জয় হয়েছে জুলাইয়ের প্রজন্ম, আকাঙ্খাা এবং সর্বোপরী এ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের।

নিজের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং একসঙ্গে ভোটগ্রহণে অংশ নেয়া প্রার্থীদের তিনি উপদেষ্টা হিসেবে উল্লেখ করেছেন। সাদিক কায়েম বলেন, যারা একসঙ্গে নির্বাচন করেছেন, তারা প্রত্যেকে আমাদের পরামর্শ দেবেন। আমরা সে পরামর্শকে কাজে লাগাব।

তিনি আরও জানান, জুলাই বিপ্লবের শুরু থেকে ঢাবি দেশের শিক্ষার্থীদের আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আগামী বাংলাদেশের স্বপ্ন দেখার বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন।

আরও পড়ুন<<>>ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ

তিনি বলেন, যাদের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি এবং আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি. একই সাথে আমরা স্মরণ করছি।

বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল শহীদদের আধিপত্যবাদের আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের অগ্রনেতা শহীদ আবরার সহ ক্যাম্পাসের ছাত্রলীগের নির্যাতন যতজন শহীদ হয়েছে সকল শহীদদের।

সাদিক কায়েম দায়িত্ব পালনের সময় মারা যাওয়া সাংবাদিক এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি তিনি সব গণমাধ্যমকর্মীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এভাবে নির্বাচিত ভিপি নিজের দায়িত্বের প্রাথমিক লক্ষ্য হিসেবে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ এবং ক্যাম্পাসকে উদ্ভাবনী ও স্বপ্নময় শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়