Apan Desh | আপন দেশ

ডাকসু ছাত্রদল প্রার্থী আবিদ-হামিমের আইডি হ্যাকড

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৩, ৮ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু ছাত্রদল প্রার্থী আবিদ-হামিমের আইডি হ্যাকড

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের ফেসবুক আইডি হ্যাকড করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই অভিযোগ করেন দলটির জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম।

সোমবার (০৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ দাবি করা হয়। বার্তায় বলা হয়, ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের ফেসবুক আইডি সকালে একবার হ্যাকড করার পর পুনরুদ্ধার করা হয়েছিল। তবে এখন আবারো তার আইডি হ্যাকড করা হয়েছে। এতে শিক্ষার্থীদের সজাগ থাকার আহবান জানিয়ে বলা হয়, তাদের পাশে থাকলে কোন ষড়যন্ত্রই আবিদদের থামাতে পারবে না।

এদিকে একই দিন জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম তার ফেসবুক আইডি হ্যাকড করার অভিযোগ করেন। তিনি দাবি করেন, তার আইডিতেও সাইবার অ্যাটাক করা হয়েছে।

আরও পড়ুন<<>>‘শিক্ষার্থীরা ভোট দিতে এলে স্বাধীনতাবিরোধীরা পরাজিত হবে’

অন্যদিকে, ডাকসু ও হল সংসদ নির্বাচনে সাইবার অপরাধে কোন ছাড় না দেয়ার কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচনকে কেন্দ্র করে এক বিবৃতিতে তারা জানায়, প্রচারণাকালে প্রার্থীদের অতীতের কর্মকাণ্ড নিয়ে সাইবার বুলিং এবং ব্যক্তিগত চরিত্র হননের চেষ্টা চালানো হচ্ছে। বিশেষত ছাত্রী প্রার্থীদের নিয়েও নানাভাবে সাইবার বুলিংয়ের ঘটনা ঘটছে, যা মানবাধিকার পরিপন্থি। 

বিবৃতিতে বলা হয়, কারো বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলে রিটার্নিং কর্মকর্তাগণ কর্তৃক গঠিত ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স এবং সাইবার নিয়ন্ত্রণ সেলের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। রিটার্নিং কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে সাইবার বুলিং কিংবা অপপ্রচারের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা