Apan Desh | আপন দেশ

নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকির প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১০, ২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:১৫, ২ সেপ্টেম্বর ২০২৫

নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকির প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

ছবি: আপন দেশ

ডাকসু নির্বাচনে এক নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী শিবিরের এক নেতার বিরুদ্ধে রিট আবেদন করার পর তাকে গণধর্ষণের হুমকি দেয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ছাত্রদল নেত্রীদের হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে ইবি ছাত্রদল এ কর্মসূচি পালন করে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকনউদ্দিন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুরউদ্দিন, কর্মী রোকন, উল্লাস, স্বাক্ষর, তৌহিদ, আলামিন, মোহাম্মদ আলী, রেজাউল রাকিবসহ শতাধিক নেতাকর্মী।

আরও পড়ুন>>>৩ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

মিছিলে নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার; লুঙ্গির নিচে রাজাকার, লুঙ্গির মালিক স্বৈরাচার; শিক্ষা সন্ত্রাস, একসঙ্গে চলে না; ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস; জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ ইত্যাদি স্লোগান দেন।

সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, দীর্ঘ ১৬ বছর তারেক রহমানের নির্দেশে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের সময় দেখেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কোন কমিটি নেই। হলের প্রতিটি রুমে ছাত্রলীগের স্টিকার লাগানো ছিলো। ফ্যাসিস্ট হাসিনা পালানের পর কি এমন হলো যে আপনারা সবাই একদিনে ছাত্রশিবির হয়ে গেলেন। আপনারা ১৬ বছর ফ্যাসিবাদের সঙ্গে ছিলেন। আপনারা ধর্ষণ করেছেন, হামলা মামলা দিয়ে মুক্তিকামী জনতাকে নির্যাতন করেছেন, আজকে আপনারা ছাত্রশিবির সেজেছেন। একাত্তরের সময়েও আপনারা স্বাধীনতা বিরোধী ছিলেন। আপনারা রাজাকার ছিলেন, আপনারা বাংলার মা-বোনকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিলেন। ইন্টেরিমকে বলতে চাই, এদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এছাড়াও, সাজিদ হত্যার সন্দেহভাজনদের গ্রেফতারের অনুমতি দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আহবান জানান তিনি।

সমাবেশে শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছেলে যে ছাত্রশিবির করে, নাম আলী হাসান। আমাদের একটি বোন ফাহমিদা আলম ছাত্রশিবিরের ডাকসু নির্বাচনের জি এস ক্যান্ডিডেটের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে হাইকোর্টে রিট করেছিলেন। সে রিটের প্রতিবাদে আলী হাসান ফেসবুকে পোস্ট করেছে ফাহমিদাকে গণধর্ষণ করতে হবে।

তিনি ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আপনাদের ছেলেদের থামান। এ ধর্ষণের পক্ষে কেউ অবস্থান নিবেন না। ৫ আগস্টের পর, আমরা পরিবর্তিত বাংলাদেশ চাই। যেখানে নিরাপদ ক্যাম্পাস থাকবে, যেখানে আমাদের ভাই বোনেরা নিরাপদে চলাচল করতে পারবে। ইন্টেরিমের কাছে আমি দাবি জানাচ্ছি এদের গ্রেফতার করতে হবে। ছাত্রশিবিরকে এসব পরিবর্তন করতে হবে। ধর্ষণকে লালন পালন করা যাবে না। সবাইকে আমি আহবান জানাচ্ছি, এ বাংলাদেশে আমরা সবাই যেন সুন্দর সুশৃঙ্খল রাজনীতি করি। আমরা দিল্লির কিংবা পিন্ডির দাসত্ব করবো না সে চিন্তা যেন আমাদের মাথায় থাকে। এ ছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট সাজিদ হত্যার বিচারের দাবি তোলেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়