Apan Desh | আপন দেশ

সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৫, ২০ জুলাই ২০২৫

সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর অনাকাঙ্খিত মৃত্যুর বিষয়ে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২০ জুলাই) বেলা সোয়া ১১টায় ভিসি অফিসের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন হয়। এতে ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্বে থাকা প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী সাংবাদিকদের ব্রিফ করেন।

এ সময় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর প্রফেসর ড. মো. শাহীনুজ্জামান, ছাত্রউপদেষ্টা প্রফেসর ড. মো. ওবায়দুল ইসলাম উপস্থিত ছিলেন।

বক্তব্যের শুরুতে প্রফেসর ড. এম. এয়াকুব আলী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে মেধাবী-সজ্জন-সংস্কৃতিমনা উল্লেখ করে বলেন, তার মৃত্যুতে আজ বিশ্ববিদ্যালয়ে শোক চলছে।

আরওপড়ুন<<>>ইবি ছাত্রের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবিতে উত্তাল ক্যাম্পাস

তিনি জানান, সাজিদের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কোনো গাফিলতি নেই। ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্টার (ভারপ্রাপ্ত), প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ সকলেই দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন। আমাদের দুর্ভাগ্য আমরা সাজিদ আব্দুল্লাহকে হারিয়েছি। এটি অনাকাঙ্ক্ষিত ছিল।

নিরাপত্তার প্রশ্নে শিক্ষার্থীদের মনে যেন দ্বিধা তৈরি না হয় সেজন্য আমরা সঠিক ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করার জন্য আন্তরিকভাবে কাজ করছি বলেও জানান প্রো-ভাইস চ্যান্সেলর।

শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে দাবিগুলো পূরণে তাদেরকে ধৈর্যধারণের আহবান জানান তিনি। প্রফেসর ড. এম. এয়াকুব আলী জানান, সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। একজন হাউস টিউটর ও একজন সহকারি প্রক্টর প্রতিরাতে দায়িত্ব পালন করবেন। ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিশ্ববিদ্যালয়কে রক্ষা করা, শান্তিপূর্ণভাবে চলা, উন্নয়নের পথে নেয়ার কাজটি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীসহ সবার আন্তরিক সহযোগিতা ছাড়া অসম্ভব। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন।

ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আর্থিক ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের দৈন্যতা নেই। তবে কমিউনিকেশন গ্যাপের কারণে না-জানতে পারার জন্য পর্যাপ্ত নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নেয়ার দরকার ছিল সেখানে কিছুটা ঘাটতি রয়ে গেছে। জ্ঞানত অর্থের কোনো অপব্যবহার হচ্ছে না বলে তিনি সাংবাদিকদের জানান। ট্রেজারার আরও জানান, সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর বিষয়টি অবহিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা কুষ্টিয়ায় ফিরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়