Apan Desh | আপন দেশ

মহানবীকে নিয়ে কটুক্তিকারী জাবি শিক্ষার্থী বহিষ্কার

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:০০, ৩০ জুন ২০২৫

আপডেট: ১৩:৪৬, ৩০ জুন ২০২৫

মহানবীকে নিয়ে কটুক্তিকারী জাবি শিক্ষার্থী বহিষ্কার

বহিষ্কৃত শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিল

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কটূক্তি করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ঘটনাটি তদন্তের জন্য একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়। 

বহিষ্কৃত ওই শিক্ষার্থী হলেন তৌফিক ইসলাম নাবিল। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের  ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করে বাংলাদেশের দণ্ডবিধির ২৯৫(ক) ধারা অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশের ধারা ৪(১) (খ) অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিলকে এই বিশ্ববিদ্যালয় হতে সাময়িক বহিষ্কার করেছেন।

এছাড়াও জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ধারা ২। গ. অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তদন্ত করে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ধারা ৪(১) (ক) অনুযায়ী সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ জুন হযরত মোহাম্মদ (সা) কে নিয়ে ওই শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট দেয়া একটি কটূক্তি মূলক স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফলে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়। ওইদিন রাতেই  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে তৌফিক নাবিলের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও তদন্ত সাপেক্ষে বহিষ্কার দাবি করেন। 

রোববার (২৯ জুন) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি অভিযোগপত্র প্রদান করেন। অভিযোগ তারা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশে বজায় রাখার জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় তৌফিক নাবিলকে তদন্ত সাপেক্ষে বহিষ্কার দাবি করেন। এছাড়া রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্মীয় অবমাননার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা