Apan Desh | আপন দেশ

‘মৌলিক সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যাবে সরকার’ 

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৯, ৩১ জুলাই ২০২৫

আপডেট: ১৬:৪৩, ৩১ জুলাই ২০২৫

‘মৌলিক সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যাবে সরকার’ 

ছবি : আপন দেশ

মৌলিক বিষয়ে সংস্কার করে অতিদ্রুত নির্বাচনের পথে সরকার এগুবে। এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কিছু মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে। আর বাকি বিষয়গুলো নিয়েও আলোচনা চলছে। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ স্মরণে’ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমার বিশ্বাস এত সমস্যা সত্ত্বেও ১২টি মৌলিক বিষয়ে ঐকমত্য হয়েছে। বাকি বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা চলছে, প্রতিদিন কয়েক ঘণ্টা ধরে বৈঠক হচ্ছে। অনেক বিষয় আছে যা আমাদেরও বোধগম্য নয় যে তারা কী করতে চান।

তিনি বলেন, এ বিষয়গুলোকে বাদ দিয়ে যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলোর সমাধান করে দ্রুত নির্বাচনের আয়োজন করা উচিত। লন্ডনে তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বৈঠকের মাধ্যমে পাওয়া ইঙ্গিতকে উল্লেখ করে বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন হবে—আমার মনে হয় সেটা হলেই হয়তো অনেক সমস্যা, অনেক দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারব।

আরও পড়ুন>>>>বিএনপি মহাসচিবের বক্তব্য সত্য নয়: নাহিদ ইসলাম

বিএনপি মহাসচিব সবাইকে আশাহত না হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, আমি অনুরোধ করব এতটা হতাশ হবেন না, নিরাশ হবেন না। আমরা যদি অতীতে সফল হতে পারি—যেমন ’৫২-এর ভাষা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭১-এর মুক্তিযুদ্ধ, ’২৪-এর সীমাবদ্ধতা সত্ত্বেও—তাহলে আমরা এটাও পারব। এটা আমরা বিশ্বাস করি, বিশ্বাস করি বলেই আমরা এগিয়ে যেতে পারব।

তিনি আরও বলেন, আমি কারো সমালোচনা করতে চাই না। আজকের এ সময়টা হলো পারস্পরিক বোঝাপড়ার সময়... একটু বুঝে নিয়ে পরস্পরকে বুঝে আমরা যদি খুব দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে ফলটা জনগণ লাভ করবে। তাদের একটা প্রতিনিধিত্ব থাকবে, তাদের একটা সরকার তৈরি হবে। এর মানে এ নয় যে সবকিছু সোনা হয়ে যাবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু একটা রাস্তা তৈরি হবে যার মধ্য দিয়ে আমাদের কথাগুলো, জনগণের কথাগুলো সে সরকারের কাছে পৌঁছাতে পারবে... সে জায়গাটাতে আমরা যেতে চাই।

ফখরুল রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া না থাকলে কাঁদাছোড়াছুড়ি চলবে। গণতন্ত্রে কথা বলা থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু তার একটা সীমা থাকা দরকার। না হলে রাজনীতি আরও বিষাক্ত হয়ে যাবে।

তিনি বলেন, আজ একজন মা তার শহীদ সন্তানের ছবি দেখালেন। আরেক শিশু— যার বয়স ৬-৭ বছর— বলল তার মাথার খুলিটা নেই। প্লাস্টিক দিয়ে আর্টিফিশিয়াল খুলির ব্যবস্থা করা হয়েছে। (এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন মির্জা ফখরুল।)

তিনি বলেন, এত বড় ত্যাগ যদি আমরা সঠিকভাবে কাজে না লাগাতে পারি, তাহলে আমরা জাতির সঙ্গে প্রতারণা করব। আমাদের সে পথেই যেতে হবে যাতে ভবিষ্যতের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়া যায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, এনাফ ইজ এনাফ! এখন কোনো কিছুর নিয়ন্ত্রণ নেই। একটা মগের মুল্লুক চলছে। জনগণকে তাদের অধিকার প্রয়োগ করার সুযোগ দিতে হবে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, ৭৫ বছরের রাজনীতিবিদদের নিয়ে কটাক্ষ করা হচ্ছে। অথচ তারাই ইতিহাস গড়েছেন। আজকের কিছু তরুণ মুখ, যারা রাজনীতির মৌলিক চেতনা জানে না, তারা জাতীয় নেতাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করছে।

আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশে এখনো সত্যিকারের বিপ্লব ঘটেনি। ব্রাহ্মণরা ব্রাহ্মণই রয়ে গেছে, নমঃশূদ্র নমঃশূদ্রই। আজও আমরা সংখ্যাগরিষ্ঠদের হাতে নির্যাতিত।

তিনি বলেন, প্রেস কাউন্সিলের তালিকা দেখলে বোঝা যাবে, সেখানে ব্রাহ্মণদের আধিপত্য। আমরা যারা ইসলামের কথা বলি, আমাদের জায়গা হয় না। বাংলাদেশে ইসলামিস্ট হওয়া আজও সবচেয়ে বড় অপরাধ।

মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, আমরা একটি হঠকারিতা দেখতে পাচ্ছি। আমার ভয় হচ্ছে— আমাদের আবার হাত-পা বাঁধা হয়ে যেতে পারে।

তিনি বলেন, ফিলিপাইনের কোরাজন একিনো একসময় সতর্ক করেছিলেন যে, সবকিছু লিখতে গিয়ে যদি আবার সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে যায়, সেটা হবে ভয়ংকর। আমরাও সে পরিস্থিতির দিকে যাচ্ছি কিনা সন্দেহ হচ্ছে।

তিনি বিএনপির নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি ক্ষমতায় আসার আশায় থাকেন, তাহলে মনে রাখবেন— রাজনীতি এখন ভেজালমুক্ত না। সেটা না হলে ক্ষমতায় আসাও কঠিন হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়