
ছবি: আপন দেশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি না মানলে কাকরাইল মোড় জনদাবি বাস্তবায়নের নতুন কেন্দ্রে পরিণত হবে। বলেছেন, জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিন।
শুক্রবার (১৬ মে) রাজধানীর কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
আরওপড়ুন<<>>সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও, আল্টিমেটাম
অধ্যাপক রইছ উদ্দিন বলেন, তিন দিন ধরে আমার শিক্ষার্থীরা দাবি আদায়ের জন্য খোলা আকাশের নিচে বসে আন্দোলন করছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও সমাধান আসেনি। অথচ চাইলে প্রথম দিনই এর সমাধান করা যেত। এ দেশের প্রত্যেকটা নাগরিক তাদের অধিকার প্রত্যাশা করে।
তিনি আরও বলেন, আমাদের দাবি পূরণ না হলে এ কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত হবে। আমাদের রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার যদি হুমকি-ধামকি দেয়, আমরা সেটাকে রুখে দেব।
জবির এ শিক্ষক নেতা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিপীড়িত, বঞ্চিত ও নিষ্পেষিত। আমরা এমন এক স্থানে উপনীত হয়েছি, যেখান থেকে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।