Apan Desh | আপন দেশ

সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও, আল্টিমেটাম

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪২, ১৬ মে ২০২৫

আপডেট: ১৫:২২, ১৬ মে ২০২৫

সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও, আল্টিমেটাম

ছবি : আপন দেশ

ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগ থানার সামনে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ মে) দুপুরে অবস্থান শুরু করেন তারা। এ সময় খুনিদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা।

থানা ঘেরাও কর্মসূচিতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সকল বিভাগ বর্ষের শিক্ষার্থীরা ছাড়াও ওই ইনস্টিটিউটের শিক্ষকরাও উপস্থিত আছেন। এ সময় তারা ঢাবি ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারাকে শাহবাগ থানার ব্যর্থতা হিসেবে উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন।

এ ছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে ১০-১২ জন জড়িত থাকলেও মাত্র ৩ জনকে গ্রেফতার করাকে আইওয়াশ বলে উল্লেখ করেন আন্দোলনকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিশদ আলোচনার জন্য কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি দল থানায় প্রবেশ করেছে। বাকি শিক্ষার্থীরা থানার সামনে তাদের ঘেরাও কর্মসূচি অব্যাহত রেখেছেন।

এদিকে সাম্য হত্যার ঘটনার প্রতিবাদের গেল তিনদিন বিভিন্ন কর্মসূচি পালন করছে ছাত্রদলসহ শিক্ষার্থীরা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়