Apan Desh | আপন দেশ

বোতল ছুড়ে মারল জবির আন্দোলনকারীরা, উপদেষ্টার আল্টিমেটাম

মো. ইমরান, জবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩১, ১৫ মে ২০২৫

বোতল ছুড়ে মারল জবির আন্দোলনকারীরা, উপদেষ্টার আল্টিমেটাম

মাহফুজ আলম

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপ করেছে আন্দোলনরত  জবি শিক্ষার্থীরা। এসময় ভুয়া ভুয়া স্লোগানও তোলেন তারা।

আন্দোলন ইস্যুতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জবি শিক্ষকদের সঙ্গে মিটিং হয়। রাত ১০ টায় মিটিংয়ের বিষয়ে কাকরাইলের ব্রিফি করছিলে উপদেষ্টা। এসময় বোতল নিক্ষেপের ঘটনা ঘটে।

উপদেষ্টা মাহফুজ আলম সাংবাদিকদের বলেন, একটা নির্দিষ্ট গোষ্ঠি যাদেরকে আমি স্যাবোট্যুর মনে করি তারা এ কাজটি ঘটিয়েছে। তারা আন্দোলনে অনুপ্রবেশ করে আন্দোলন স্যাবোটাইজ করেছে।

তিনি অভিযোগ করে বলেন, ছাত্র শিবিরের বিরুদ্ধে বলায় আমার বিরুদ্ধে ভূয়া স্লোগান দিচ্ছে। ক্যাডাররা বোতল নিক্ষেপ করেছে। আমি আল্টিমেটাম দিলাম, এটা যারা করেছে, তাদের এক কার্যদিবসের মধ্যে বহিষ্কার করতে হবে। 
উপদেষ্টা  বলেন, আন্দোলনকারীদের এখান থেকে প্রত্যাহার হবে, নাইলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, বুধবার দিনভর তিন দফা দাবিতে আন্দোলন করছে (জবি) শিক্ষার্থীরা। তারা দুপুরের পর অন্তর্বর্তীকালীন সরকারের  প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সংলগ্ন কাকরাইল মোডে অবস্থান নেয়। যমুনার আশপাশের পরিস্থিতি খারাপ হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিআর শেল ও লাঠিচার্জ করে। এতে  আহত হয় অন্তত ৫০ অধিক শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদকর্মী। আহতদের ১০/১২ জন  হাসপাতালে ভর্তি আছেন।
 এদিকে আন্দোলনের এমন পরিস্থিতিতে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনে জবি শিক্ষকদের একটি দল তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে মিটিং করেন।
মিটিং শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টার ওপর এ অনাকাঙ্ক্ষিত বোতল নিক্ষেপের ঘটনা ঘটে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়