
ছবি: আপন দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদের বাসভবনে ককটেল বিষ্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
বুধবার (০৩ মে ) সকাল ১০টায় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল আলিম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আমীরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এদিকে এ ঘটনাকে ন্যাক্কারজনক ও সন্ত্রাসী হামলা বলে অ্যাখ্যায়িত করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
আরওপড়ুন<<>>রুয়া নির্বাচন স্থগিতের প্রভাব পড়বে কি রাকসু নির্বাচনে?
বিবৃতিতে নেতাকর্মীরা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মাসউদের বাসভবনে পরপর কয়েকটি হাতবোমা বিষ্ফোরন ঘটে। বিষয়টি অত্যান্ত উদ্বেগজনক। এ বর্বোচিত সন্ত্রাসী হামলা রাবির শিক্ষক ও শিক্ষার্থীদের মনে গভীর উদ্বেগ ও শংকা সৃষ্টি করেছে। জুলাই বিপ্লবের পর পলাতক ফ্যাসিস্টদের দোসর কিংবা বিশ্ববিদ্যালয় দখলের উদ্দেশ্যে নীলনকশা করা একটি গোষ্ঠী রুয়া ও নিয়োগ প্রক্রিয়াকে নিজেদের করায়াত্ত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মনে আতংক সৃস্টি করতে এ হামলা চালিয়েছে।
নেতৃবৃন্দ ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করেন। তারা মনে করেন যে, এ হামলা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ই নয় বরং রাজশাহী শহরের আইনশৃখলার চরম অবনতির চিত্রও স্পষ্ট করে তুলে ধরে। রাজশাহীর আইনশৃংখলা বাহিনীর প্রতি আহবান জানিয়ে তারা বলেন , এ হামলায় জড়িত সন্ত্রাসী ও কুশীলবদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।