Apan Desh | আপন দেশ

ছয় সিনিয়র ডিঙ্গিয়ে ইইডির প্রধান হলেন প্রকৌশলী আলতাফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩০, ১৯ জানুয়ারি ২০২৫

আপডেট: ২০:২৮, ১৯ জানুয়ারি ২০২৫

ছয় সিনিয়র ডিঙ্গিয়ে ইইডির প্রধান হলেন প্রকৌশলী আলতাফ

মোহাম্মদ আলতাফ হোসেন

শিক্ষা প্রকৌশল অধিদফতরের (ইইডি) প্রধান প্রকৌশলী নিয়োগে ফের সুপারসেড করা হলো। ছয়জনকে ডিঙ্গিয়ে প্রধান প্রকৌশলীর (রুটিন) দায়িত্ব দেয়া হলো প্রকৌশলী মোহাম্মদ আলতাফ হোসেনকে। এ পদে রুটিন দায়িত্বে ছিলেন মো. জালাল উদ্দিন চৌধুরী। দু’জনই সুপারসিডের সুবিধা পেলেন।

আজ রোববার (১৯ জানুয়ারি) জালালের মেয়াদ শেষ হলে মোহাম্মদ আলতাফ হোসেনকে দায়িত্ব দেয় শিক্ষামন্ত্রণালয়। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব আম্বিয়া সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন<<>> ইইডির চিফ ইঞ্জিনিয়ার পদের তদবিরে সমন্বয়ক-জামায়াত-আমলা

প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদফতরের নিম্নবর্ণিত তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিম্নোক্ত শর্তে নিজ বেতন ও বেতনক্রমে শিক্ষা প্রকৌশল অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর শূন্য পদে চলতি দায়িত্ব প্রদানপূর্বক প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব (প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ) প্রদান করা হলো। 

ইইডিতে সিনিয়রিটির সর্বশেষ তালিকা ও প্রজ্ঞাপন। ছবি-সংগৃহীত

এর আগে, গত ২০ নভেম্বর প্রকৌশলী রায়হান বাদশাকে ওএসডি করা হয়। বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ নেতা রায়হান বাদশার নানামুখি অভিযোগ ছিল। ওই পদে বসার এসিআর ছিল না তার। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাকে ওএসডি করে শিক্ষামন্ত্রণালয়। ওই পদে দায়িত্ব দেয়া হয়েছিল প্রকৌশলী মো. জালাল উদ্দিন চৌধুরীকে। তার সিনিয়রে আছে একাধিক প্রকৌশলী।  

এদিকে প্রজ্ঞাপন প্রকাশের পর একাধিক প্রকৌশলী ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন, সাবেক প্রধান প্রকৌশলী মো. জালাল উদ্দিন চৌধুরীর মতো আলতাফ হোসেনকেউ সুপারসেড করে দায়িত্ব দেয়া হলো। এতে করে সিনিয়রদের মধ্যে ক্ষোভের আগুন কমার বদলে বাড়লোই।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়