ইইডির হালচিত্র: সিনিয়র বসে, সিন্ডিকেট হাসে
একটা সময় ছিল, যখন প্রকৌশল অধিদফতর (ইইডি) মানেই ছিল দক্ষতা, পরিকল্পনা আর অবকাঠামো উন্নয়নের নির্ভরযোগ্য ঠিকানা। আজ সেটাই হয়ে উঠেছে তদবির, তোষামোদি আর “হ্যাঁ স্যার” বলার প্রতিযোগিতার মাঠ। যেখানে সিন্ডিকেটই এখন সিনিয়রদের ভাগ্য নির্ধারণ করে, আর ফাইল ঘষা নয়—মুখ ঘষা হলেই মিলছে পদোন্নতি। যোগ্যতা নয়, প্রমোশনের শর্ত এখন ‘কাকে চেনো’ আর ‘কার কথায় ওঠ বস করো’। সিনিয়রদের সুপারসিড করে জুনিয়রদের বসানো হচ্ছে শীর্ষ পদে, আর অভিজ্ঞরা পড়ে থাকছেন নীরব বঞ্চনার কবরখানায়। পুরো অধিদফতর যেন পরিণত হয়েছে এক ‘হুকুমের হুকুমত’-এ, যেখানে যোগ্যতা নয়, আনুগত্যই শেষ কথা।
০৫:১২ পিএম, ২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার