Apan Desh | আপন দেশ

মমেকে ৮ ডাক্তার আজীবন নিষিদ্ধ, ২০ শিক্ষার্থীর বিভিন্ন সাজা

মমেক প্রতিনিধি

প্রকাশিত: ১২:২২, ১১ নভেম্বর ২০২৪

আপডেট: ১৩:০৬, ১১ নভেম্বর ২০২৪

মমেকে ৮ ডাক্তার আজীবন নিষিদ্ধ, ২০ শিক্ষার্থীর বিভিন্ন সাজা

ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক)

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের আনা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ২৮ জন শিক্ষার্থী ও চিকিৎসককে বিভিন্ন ধরণের শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে মমেকে নিষিদ্ধ করা হয়েছে ৮জনকে। যারা মমেকের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে ডাক্তার। ১১জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে। ৪জনকে হোস্টেলে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ৫জনকে মুচলেকা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়া হয়েছে।

মমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ মেডিকেলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত সাধারণ শিক্ষার্থীরা মমেকের শিক্ষার্থী ও চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ এনেছিল। অভিযোগ খতিয়ে দেখতে গঠন করা হয় তদন্ত কমিটি। তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করে শাস্তি প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ময়মনসিংহ মেডিকেলের আটজন সাবেক শিক্ষার্থীকে (বর্তমানে চিকিৎসক) আজীবন কলেজ ক্যাম্পাস ও হোস্টেলে প্রবেশ, অবস্থান ও  যেকোনো ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।

নিষিদ্ধ হওয়া আটজন হলেন, ১) ডা. অনুপম সাহা, ২) ডা. আব্দুল্লাহ আল হাসান, ৩) ডা. মাশফিক আনোয়ার, ৪) ডা. অনুপম দত্ত অর্ঘ্য,৫) ডা. সানজীব সরকার বোনাস, ৬) ডা. সাইফুল ইসলাম, ৭) ডা. মাহিদুল হক অয়ন ও ৮) ডা. জাহিদুল ইসলাম তুষার।

এছাড়া ১১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে মমেক কর্তৃপক্ষ। শাস্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন, ১) রকিবুল হাসান রুকন, ২) মেহেদী হাসান শিমুল, ৩) মেরাজ হোসেন বাঁধন, ৪) রাইয়ান হাবিব ফাগুন, ৫) অর্ণব সাহা, ৬) সানজিদ আহমেদ, ৭) শাহরিয়ার ইফতেখার সৌমিক, ৮) মুনতাসির রাতুল, ৯) আলমগীর হোসেন, ১০) শামস আরেফিন এবং ১১) আসিফ ইকবাল।

৪ জন শিক্ষার্থীকে ছাত্র হোস্টেলে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তারা হলেন, ১) আশিক মাহমুদ রিয়াদ, ২) মঞ্জুরুল হক রাজিব, ৩) আশিক উদ্দিন ও ৪) কুরের চক্রবর্তী।

পাঁচজন শিক্ষার্থীর অপরাধের মাত্রা কম হওয়ায় তাদেরকে ক্যাম্পাস ও হেস্টেলের আচরণ ভবিষ্যতে শর্ত ভঙ্গ না করার জন্য শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মুচলেকা নেয়া হয়। তারা স্বাভাবিকভাবে অবস্থান ও পরীক্ষায় অংশ নিতে পারবে। 

এরা হলেন, ১) শিপন হাসান, ২) দিগন্ত সরকার, ৩) সৈয়দ রায়হান আল আশরাফ মাহিন, ৪) আসিফ রায়হান ও ৫) সিয়াম জাওয়াদ পুষন।

‘গৃহীত সিদ্ধান্তসমূহ অমান্যকারী ছাত্রদেরকে ভবিষ্যতে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত সাপেক্ষে বর্ধিত শান্তি প্রদান করা হতে পারে-বলা হয় রোববারের (১০ নভেম্বর) বিজ্ঞপ্তিতে।

আপন দেশ/এবি/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা