ছবি: আপন দেশ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার ব্যাংকের বোর্ড রুম থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে সিলেট জোনের অধীন ১১টি শাখার ব্যবস্থাপকদের সঙ্গে মতবিনিময় করেন।
এতে অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সালাহ উদ্দীন আহমদ ও মোহাম্মদ মাসুদ পারভেজ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মারুফুর রহমান খান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন<<>>জাতীয় ঈদগাহের পাশে ড্রামে মিলল খণ্ডিত মরদেহ
এসময় ব্যাংকের সিলেট জোনপ্রধান ফয়সাল আহমেদ এবং সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকগণ ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মুহম্মদ বদিউজ্জামান দিদার শাখা ব্যবস্থাপকদের সংশ্লিষ্ট শাখাগুলোতে লেনদেনসহ সকল ধরণের ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে তাদেরকে আরও পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন।
গ্রাহকদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের আমানত এখন সুরক্ষিত ও নিরাপদ রয়েছে। আতঙ্কিত না হয়ে আস্থার সঙ্গে এ ব্যাংকে রেমিট্যান্স সেবা গ্রহণসহ সকল ধরণের ব্যাংকিং লেনদেন করার আহবান জানান তিনি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































