Apan Desh | আপন দেশ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিলেট জোনে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৪, ১৩ নভেম্বর ২০২৫

আপডেট: ২১:১৭, ১৩ নভেম্বর ২০২৫

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিলেট জোনে মতবিনিময় সভা

ছবি: আপন দেশ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার ব্যাংকের বোর্ড রুম থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে সিলেট জোনের অধীন ১১টি শাখার ব্যবস্থাপকদের সঙ্গে মতবিনিময় করেন। 

এতে অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সালাহ উদ্দীন আহমদ ও মোহাম্মদ মাসুদ পারভেজ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মারুফুর রহমান খান উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন<<>>জাতীয় ঈদগাহের পাশে ড্রামে মিলল খণ্ডিত মরদেহ

এসময় ব্যাংকের সিলেট জোনপ্রধান ফয়সাল আহমেদ এবং সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকগণ ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
মুহম্মদ বদিউজ্জামান দিদার শাখা ব্যবস্থাপকদের সংশ্লিষ্ট শাখাগুলোতে লেনদেনসহ সকল ধরণের ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে তাদেরকে আরও পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। 

গ্রাহকদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের আমানত এখন সুরক্ষিত ও নিরাপদ রয়েছে। আতঙ্কিত না হয়ে আস্থার সঙ্গে এ ব্যাংকে রেমিট্যান্স সেবা গ্রহণসহ সকল ধরণের ব্যাংকিং লেনদেন করার আহবান জানান তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত: সিইসি আ.লীগের ৪৩ নেতাকর্মী গ্রেফতার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক সন্ধ্যায় সংসদ নির্বাচনের দিনেই গণভোট: প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি শেখ হাসিনাদের বিরুদ্ধে রায় ১৭ নভেম্বর, মানবতাবিরোধী অপরাধ নতুন কুঁড়ির বিজয়ীদের হাতে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে ট্রাকে আগুন মার্কিন ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের অবসান ঘটল শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করল ডাকসু রাজপথের আ. লীগ অধিক শক্তিশালী-জনপ্রিয়: রিচি সোলায়মান