Apan Desh | আপন দেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন বামপন্থী জুবায়দুর

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:৫২, ২৩ জুলাই ২০২৫

আপডেট: ১৯:১৫, ২৩ জুলাই ২০২৫

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন বামপন্থী জুবায়দুর

ড. এম জুবায়দুর রহমান।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান হলেন বাম রাজনৈতিক মতাদর্শের ড. এম জুবায়দুর রহমান। ব্যাংকটি প্রতিষ্ঠার পর এই প্রথম কেনো বামাদর্শের ব্যক্তি শীর্ষ পদে দেখা গেলো। ড. জুবায়ের বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বন্ধু। একই সঙ্গে বিশ্বব্যাংকে চাকরি করেছেন তারা।

বুধবার (২৩ জুলাই) ইসলামী ব্যাংকের বোর্ড সভায় জুবায়দুর রহমানকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাকে নিযুক্ত করায় ইসলামী ব্যাংকটিতে এক ধরনের হতাশা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর আগে তিনি ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন>>>ব্লু প্রিন্টে নেতৃত্বশূন্য ইসলামী ব্যাংক, বোর্ড মিটিং স্থগিত

চাউর আছে জুবায়দুর রহমানকে ওই পদে বসাতে কেন্দ্রীয় ব্যাংক ও ইসলামী ব্যাংকের আভ্যন্তরের একটি সিন্ডিকেট কাজ করছিল। চেয়ারটি খালি করতে প্রয়োগ করা হয়েছে নানা কৌশল আর তাতে যোগ হয়েছিল সাবেক চেয়ারম্যানের অনিয়ম। দুইয়ে মিলে গভর্নরের ইচ্ছার প্রতিফলন ঘটেছে বুধবার। আলোচনা রয়েছে, চেয়ারম্যান পদে জুবায়দুর রহমানকে বসানোর শর্তেই ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) ফাইলটি আটকে আছে বাংলাদেশ ব্যাকে। তবে আগামী যেকোনো কার্যদিবসে চলতি দায়িত্বের এমডি ওমর ফারুক খান রেগুলার এমডির অনুমোদন পাবেন। 

কে এই ড. জুবায়দুর?

ছাত্রজীবনে জুবায়দুর রহমান জড়িত ছিলেন বামপন্থি রাজনীতির সঙ্গে। ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফিন্যান্স বিষয়ে পিএইচডি অর্জন করেন। 

আরও পড়ুন<<>>এবার বিএফআইইউ ধরেছে চেয়ারম্যানকে

তিনি স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক-এ অধ্যাপক। ইতালির ইউনিভার্সিটি অব বোকোনিতে ভিজিটিং প্রফেসর। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়, আরবানা শ্যাম্পেইন ও রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং স্কলার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জুমস)-এর প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর। 

আরও পড়ুন<<>> র‌্যাংগসের পাচার ১০ হাজার কোটি টাকা, দুদক ম্যানেজ তিন কোটিতে

বিশ্বব্যাংকে থাকাকালীন প্রফেসর রহমান আন্তর্জাতিক আর্থিক কাঠামোকে শক্তিশালী করতে ‘স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস ইনিশিয়েটিভ’ নামে একটি কর্মসূচি ডিজাইন ও বাস্তবায়নে নেতৃত্ব দেন। এ কার্যক্রমের আওতায় তিনি বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে নীতিনির্ধারণী সংলাপে অংশগ্রহণ করেন, বিভিন্ন অভ্যন্তরীণ ও বাইরের অংশীজনদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলেন এবং প্রতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

প্রফেসর রহমান রাশিয়া, কাজাখস্তান ও উজবেকিস্তানে ডেলোয়েট নামক আন্তর্জাতিক পেশাদারি প্রতিষ্ঠানের কার্যক্রম প্রতিষ্ঠা এবং পরিচালনায় নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেন। এসব দেশে তিনি বাজার অর্থনীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিশ্বের সকল মহাদেশের বহু দেশে তার কাজের পরিধি বিস্তৃত রয়েছে।   

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়