
ছবি: আপন দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওতাধীন বরেন্দ্র গবেষণা জাদুঘর ও ইংল্যান্ডের ডারহাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় শুরু হয়েছে প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় ধাপ।
স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদের সুরক্ষা ও সংরক্ষণে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
এর আগে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে অংশগ্রহণকারীরা সংগ্রহ, সংরক্ষণ, ডিজিটাল নথিভুক্তিকরণ ও লোক ঐতিহ্যের প্রাথমিক সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ জুলাই থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চলবে। অধিকাংশ কার্যক্রম অনলাইনে অনুষ্ঠিত হলেও হাতে-কলমে প্রশিক্ষণের অংশ হিসেবে ডারহাম বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে দুই দফায় বাংলাদেশ সফর করবেন।
আরওপড়ুন<<>>ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
এ ধাপে প্রশিক্ষণের আওতায় থাকছে, দর্শনার্থী ও কমিউনিটি সম্পৃক্তকরণ, সংগ্রহ সংরক্ষণ, তালিকাভুক্তি ও ডিজিটালাইজেশন, বিমূর্ত ঐতিহ্য ও গল্পবলা, নীতিশাস্ত্র ও মেধাস্বত্ব, ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা।
প্রশিক্ষণ পরিচালনা করবেন ডারহাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রবিন অ্যান্ড্রু কনিংহাম, ড. এমিলি অলডেন উইলিয়ামস, প্রফেসর মার্ক জেমস ম্যানুয়েল, ড. ক্রিস্টোফার ডেভিস এবং ইউল্যাবের প্রফেসর শাহনাজ হুসনে জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। প্রধান বক্তা ছিলেন প্রফেসর শাহনাজ হুসনে জাহান এবং সভাপতিত্ব করেন বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক প্রফেসর ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কালচারাল প্রোটেকশন ফান্ডের প্রতিনিধি মি. ড্যানিয়েল হেড, প্রশিক্ষক প্রফেসর কনিংহাম ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের মি. ডেভিড নক্স।
প্রকল্পের সমন্বয়ে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান ও মো. আসলাম রেজা। এছাড়া রাবি থেকে চারজন শিক্ষার্থী ইন্টার্ন হিসেবে নিযুক্ত হয়েছেন, যারা গবেষণা ও তথ্য প্রক্রিয়াকরণে সহায়তা করবেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।