Apan Desh | আপন দেশ

দেশের জন্য সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন করে যেতে চাই: সিইসি

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৯, ২৫ জুলাই ২০২৫

আপডেট: ২০:২৭, ২৫ জুলাই ২০২৫

দেশের জন্য সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন করে যেতে চাই: সিইসি

ছবি: আপন দেশ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন বলেছেন, ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নয়, বরং দেশের জন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে যেতে চাই। এজন্য দেশবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তিনি।

শুক্রবার (২৫ জুলাই) যশোর কালেক্টরেট মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন সিইসি।

গত ২১ জুলাই (সোমবার) রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

আরওপড়ুন<<>>বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত, আহত ১

খুলনায় যাওয়ার পথে যশোরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় ওই মসজিদে জুমার নামাজ আদায় করেন এএমএম নাসির উদ্দীন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমি দীর্ঘ সরকারি চাকরি জীবনে অনেক দায়িত্ব পালন করেছি, অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। কিন্তু এ মুহূর্তে যে গুরুদায়িত্ব আমার কাঁধে এসেছে—তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই।

এ সময় মাইলস্টন কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য মসজিদে উপস্থিত সবার কাছে দোয়া কামনা এবং শোক প্রকাশ করেন সিইসি।

সফরকালে প্রধান নির্বাচন কমিশানরের সঙ্গে যশোরের জেলা প্রশাসক (ডিসি) মো. আজাহারুল ইসলাম, স্থানীয় প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়