ছবি: আপন দেশ
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদ সদস্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ টাউন হল মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদ সম্মেলনে বক্তব্য দেন, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মো. মাহবুবুল আলম সালেহী, জেলা জামায়াতে ইসলামীর আমীর আজিজুর রহমান স্বপন, সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, সেক্রেটারি মাওলানা মো. নিজাম উদ্দিন, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ইয়াসিন আলী সরকার, সহ-সেক্রেটারী শাহজালাল সবুজ প্রমুখ।
আরও পড়ুন<<>>টাঙ্গাইলে ৯ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন অংশ নেয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































