Apan Desh | আপন দেশ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাভারে দোয়া

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৬, ৪ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাভারে দোয়া

ছবি: আপন দেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাভারে কাঁচা চামড়া আড়ৎ মালিক সমিতির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৪ জানুয়ারি) এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁচা চামড়া আড়ৎ মালিক সমিতির সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. আব্দুল আজিজ।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে হাজী মো. আব্দুল আজিজ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশ ও দশের কল্যাণে নিবেদিত প্রাণ। তার অভাব কখনও পূরণ হওয়ার নয়। আমরা আজ সমবেত হয়েছি তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায়। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। 

আরও পড়ুন<<>>পুলিশের বিশেষ অভিযানে নবাবগঞ্জে মাদকসহ ৩ কারবারি আটক

মিলাদ মাহফিলে কাঁচা চামড়া আড়ৎ মালিক সমিতির নেতা-কর্মী, স্থানীয় ব্যবসায়ী এবং তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি জিয়া পরিবারের অন্যান্য সদস্য এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম সাহেব। মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। 

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়