ছবি: আপন দেশ
গাজীপুর-৫ (কালীগঞ্জ-পূবাইল-বাড়িয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত প্রার্থী গাজীপুর জেলা বিএনপি'র আহবায়ক একেএম ফজলুল হক মিলনের পক্ষে দলীয় সিনিয়র নেতৃবৃন্দ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের নিকট হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপি'র আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার।
আরও পড়ুন<<>>মাচায় লাউ চাষে কালীগঞ্জের গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলম ও আশরাফী হাবিবুল্লাহ ও সাবেক পৌর মেয়র মো. লুৎফর রহমানসহ প্রমুখ।
এছাড়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































