Apan Desh | আপন দেশ

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে আসিফ হোসেনের সংবাদ সম্মেলন 

শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি 

প্রকাশিত: ২০:০১, ১৪ ডিসেম্বর ২০২৫

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে আসিফ হোসেনের সংবাদ সম্মেলন 

ছবি: আপন দেশ

শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক কমিটি সংক্রান্ত বিষয়ে নিজের নাম জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ করেছেন মো. আসিফ হোসেন নামের এক ব্যক্তি।

রোববার (১৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলন তিনি এ অভিযোগ করেন। 

সংবাদ সম্মেলনে  তিনি বলেন,আমি ছাত্রলীগের সঙ্গে কখনোই জড়িত ছিলাম না। আমি সাধারণ ছাত্র। আমি কোন সংগঠনের সঙ্গেও জড়িত নই। একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর। 

আরও পড়ুন<<>>কালীগঞ্জে অপহরণ করে মুক্তিপণের ঘটনায় গ্রেফতার-৩

তিনি স্পষ্ট করে জানান, শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক কমিটিতে থাকা আসিফ আহমেদ এবং আমি এক ব্যক্তি নই। দুজন সম্পূর্ণ আলাদা ব্যক্তি।
আসিফ আহমেদ পড়ালেখা করেন রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজে, অন্যদিকে আমি  মো. আসিফ হোসেন পড়ালেখা করি বর্মী ডিগ্রি কলেজে। 

আমার আর তার মধ্যে কোনো ধরনের সাংগঠনিক কিংবা ব্যক্তিগত সম্পৃক্ততা নেই। 

মো. আসিফ হোসেন অভিযোগ করে বলেন, ইচ্ছাকৃতভাবে আমাকে কে বা কাহারা  ছাত্রলীগের  কমিটির সঙ্গে জড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও  সামাজিক ভাবে  সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের অপপ্রচার সমাজে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এ সময় তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মিথ্যা রটনাকারী অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনের শেষে মো. আসিফ হোসেন বলেন, সত্যের কোনো বিকল্প নেই। আমি ন্যায় ও সত্যের পথেই আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি কোন ছাত্র ছাত্রলীগের কোন সংগঠনের  জড়িত নয়।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়