Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে স্টেকহোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৪, ৭ ডিসেম্বর ২০২৫

কুড়িগ্রামে স্টেকহোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ছবি: আপন দেশ

কুড়িগ্রামে সোসাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৭ ডিসেম্বর) দিনভর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্টেক হোল্ডার বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) এ.বি.এম কুদরত -এ-খুদা, সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস, এসডিএফ এর জেলা কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ। 

আরও পড়ুন<<>>কুড়িগ্রাম-২ আসনে মাঠ চষে বেড়াচ্ছেন এবি পার্টির প্রার্থী

কর্মশালায় এসডিএফ এর লক্ষ্য, উদ্দেশ্য সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সক্ষমতা বৃদ্ধি, গ্রামীন ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃজন, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সহায়তা প্রদান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করন এবং সর্বোপরি সমন্বিত ও পরিকল্পিত অর্থনৈতিক কার্যক্রম সম্পৃক্তকরণে যথাযথ অর্থায়নের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন সাধন করা বিষয়ে আলোচনা করা হয়।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়