ছবি: আপন দেশ
আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-২ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত এমপি প্রার্থী ও দলের জেলা আহবায়ক ডা. মো. নজরুল ইসলাম খাঁন নির্বাচনী এলাকা মাঠঘাটে চষে বেড়াচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন।
ধারাবাহিকভাবে শনিবার (০৬ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী সদর উপজেলার সুজামের মোড়, হরিকেশ, খলিফার মোড়, টাপুর চর, শিশু মার্কেট, বুড়ির বাজার, বানিয়া পাড়া, বাছদ্দির মোড়, সুভারকুটি বাজার ও এলাকার কৃষক, শ্রমিক, দিনমজুর, ব্যবসায়ী সহ নানা শ্রেণি পেশার সঙ্গে কুশল বিনিময় সহ এবি পার্টির নীতি, আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
স্থানীয়রা জানায়, এবি পার্টি মনোনীত প্রার্থী ডা. নজরুল ইসলাম খাঁন প্রতিদিন বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি নিয়মিতভাবে স্থানীয় মানুষের চিকিৎসা সেবা দিচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন, বিপদে-আপদে পাশে দাঁড়াচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করে প্রচারণা চালাচ্ছেন।
আরও পড়ুন<<>>রাজারহাটে এবি পার্টির এমপি প্রার্থীর জন্য দোয়া অনুষ্ঠিত
লিফলেট হাতে পেয়ে উচ্ছ্বসিত খলিফার মোড় এলাকার হোটেল ব্যবসায়ী আব্দুস সামাদ (৫২) বলেন, আমি এমপি ইলেকশনে যদি কাউকে ভোট দেই তবে সে ভোটটি এবি পার্টির প্রার্থী ডা. নজরুল ইসলামকে দেব। কারণ, ডা. নজরুলকে আমরা দিনে রাতে যখনি ডাকি তখনি তিনি শত ব্যস্ততা রেখে আমাদের চিকিৎসা সেবা দেন।
তিনি আরও বলেন, আমরা বিগত আমলে অনেক এমপিকে দেখেছি। সকলকে দেখা শেষ। এবার আমরা এমপি হিসেবে ডা. নজরুলকে চাই।
বাছদ্দির মোড় এলাকার গৃহবধু সমস্তভান (৬০) বলেন, আল্লাহ আমাকে নির্বাচন পর্যন্ত জীবিত রাখলে নজরুলকেই ভোট দেব। নজরুল সৎ ও মানবিক ডাক্তার। সে আমাদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়। নজরুল এমপি হলে আমরা অনান্য সুযোগ সুবিধাও পাবো।
গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে এমপি প্রার্থী ডা. নজরুল ইসলাম খাঁন বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও এ অঞ্চলের মানুষ নানাভাবে উন্নয়ন বঞ্চিত। অবহেলিত কুড়িগ্রাম-২ আসনের অবকাঠামো গত উন্নয়ন সহ অর্থনৈতিক উন্নয়ন আশু প্রয়োজন। আমি নির্বাচিত হলে প্রথমেই এ আসন থেকে দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ মাদক মুক্ত করব। শ্রেণী বৈষম্য দূরীকরণ সহ সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব।
গণসংযোগ-লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম এবি পার্টির জেলা সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, জেলা সদস্য আমিনুল ইসলাম, কুড়িগ্রাম সদর উপজেলা আহবায়ক শফিকুল ইসলাম লিটন, পৌর সদস্য সবুজ মিয়া, জেলা ছাত্রপক্ষের সদস্য হেলাল, কাশিপুর ইউনিয়ন সদস্য সচিব আলতাফ হোসেন, সাংগাঠনিক সম্পাদক জাহিদুল ও সদস্য বাবলু মিয়া প্রমুখ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































