ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, জেলার আমীর মাওলানা মুখলিছুর রহমান প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন।
সোমবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে দৈনিক আমার দেশ লন্ডনের আবাসিক সম্পাদক ওয়ালী উল্লাহ নোমানকে সমর্থন জানান।
সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমান নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, মনোনয়ন পাওয়ার পর থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নে নিয়মিত গণসংযোগ চালিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছিলেন মাওলানা মুখলিছুর রহমান।
আরও পড়ুন<<>>খালেদা জিয়া সমগ্র মানুষের নেত্রী: ডা. তাহের
মাওলানা মুখলিছুর রহমান জানান, রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত সিদ্ধান্ত বিবেচনায় কেন্দ্রীয় নেতৃত্ব তার সঙ্গে পরামর্শ করেই ওয়ালী উল্লাহ নোমানকে চূড়ান্ত প্রার্থী করার সিদ্ধান্ত নেয়।
তিনি বলেন, ব্যক্তিগত পদ-পদবি নয়, ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। তাই কেন্দ্রীয় সিদ্ধান্তকে আন্তরিকভাবে মেনে নিয়ে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য আমরা মাঠে কাজ করে যাবো।
হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সূত্র জানায়, সোমবার কেন্দ্রীয় হাই কমান্ড মাওলানা মুখলিছুর রহমানের পরিবর্তে ওয়ালী উল্লাহ নোমানকে দলীয় প্রার্থী ঘোষণা করে।
সিনিয়র সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমান শুধু মাধবপুর–চুনারুঘাটেই নয়, দেশব্যাপী একজন সৎ, শিক্ষিত ও সজ্জন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ২০১০ সালে তাকে কারাবরণ করতে হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক নাসিমের স্কাইপ কথোপকথন প্রকাশের পর সরকারের রোষানলে পড়ে দেশত্যাগ করেন তিনি।
ওয়ালী উল্লাহ নোমান বলেন, এলাকার মানুষ আমাকে ভালোবাসেন। আমি বিশ্বাস করি, তারা ভোটে আমাকে বিজয়ী করবেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































