ছবি : আপন দেশ
শীতকাল আসতে এখনো বাকি দুই সপ্তাহের বেশি। এখন চলছে হেমন্তকাল। হেমন্তের মধ্যেই শীতের আমেজ বইতে শুরু করেছে দেশের উত্তর জনপদে। সকালে সূর্যের দেখা নেই। মেঘলা আকাশ। সকালের শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রকৃতি সিক্ত হচ্ছে। ফুটপাত থেকে আরম্ভ করে অভিজাত বিপণী বিতানগুলোতে এখন শোভা পেতে শুরু করেছে শীতের পোশাক।
হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ে শীতের আমেজ বাড়ছে। প্রায় প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। বাড়ছে শীতের আমেজ। এরমধ্যেই আবহাওয়া অফিস জানিয়েছে ডিসেম্বরের শুরুতেই শৈতপ্রবাহের সম্ভাবনার কথা। বুধবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
এর আগে, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল মৌসুমের অন্যতম কম তাপমাত্রা। তারও আগের দিন সোমাবার (২৫ নভেম্বর) ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ধারাবাহিকভাবে তাপমাত্রার এ ওঠানামা শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে।
আরও পড়ুন<<>>মৌসুম শুরুর আগেই উত্তরে শীতের দাপট
সাগরের পরিস্থিতি স্থিতিশীল হলে ডিসেম্বর মাসে শৈত্যপ্রবাহ তার রূপ দেখাবে। এ মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে আসতে পারে বলে বিডব্লিউওটি টিমটি জানিয়েছে।
একইসঙ্গে আরও জানিয়েছে, নভেম্বরের শেষদিকে সাগরে লঘুচাপ বা ঘূর্ণিঝড়ের অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ বৃষ্টিপাতের কারণে সাগরও উত্তাল হতে পারে, তাই উপকূলীয় অঞ্চলের জেলেদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
এ পূর্বাভাস থেকে স্পষ্ট, উষ্ণ বায়ুর প্রবাহ সক্রিয় থাকার কারণে নভেম্বরের বাকি সময়ে শীতের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা কম, তবে ডিসেম্বরের শুরুতেই প্রকৃত শীত নামতে পারে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, শীত নামতে শুরু করেছে। ডিসেম্বরের শুরুতে শীত আরও তীব্র হবে। শৈতপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































