Apan Desh | আপন দেশ

দুদকের গণশুনানিতে বিআরটিএ কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৩, ২৪ নভেম্বর ২০২৫

দুদকের গণশুনানিতে বিআরটিএ কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ

ছবি: আপন দেশ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) হবিগঞ্জের সহকারী মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

সোমবার (২৪ নভেম্বর) হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে দুদকের জেলা সমন্বিত কার্যালয় আয়োজিত গণশুনানিতে এক ট্রাকচালকের অভিযোগের পর তিনি এ নির্দেশ দেন।

গণশুনানিতে হবিগঞ্জ সদর উপজেলার হাতিরথান এলাকার ট্রাকচালক নোমান মিয়া সহকারী মোটরযান পরিদর্শকের সামনে দাঁড়িয়েই তার বিরুদ্ধে চার হাজার টাকা ঘুষ দাবি করার অভিযোগ তোলেন। 

আরও পড়ুন<<>>কালিয়াকৈর পৌরসভায় দুদকের অভিযান, ফেঁসে যাচ্ছেন সাবেক মেয়র মজিবুর

নোমান জানান, গত রোববার নির্ধারিত ফি পরিশোধ করে ফিটনেস টোকেন নিতে গেলে দিনভর ঘুরিয়ে তার কাছে প্রকাশ্যে চার হাজার টাকা ঘুষ চাইতে থাকেন আশরাফুল।

দুদক চেয়ারম্যান অভিযোগের সত্যতা পেলে গণশুনানিতে উপস্থিত বিআরটিএর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডাকেন। তাদের প্রতি তিনি নির্দেশ দেন, সহকারী মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলামকে দ্রুততম সময়ে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে।

হবিগঞ্জ মেডিকেল কলেজে দুর্নীতির তদন্ত পাঁচ বছরেও শেষ না হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, দুদক কোনো বিচারকারী প্রতিষ্ঠান নয়। তবে বিষয়টি খতিয়ে দেখে দ্রুতই আদালতে প্রতিবেদন দাখিলের উদ্যোগ নেয়া হবে।

তিনি আরও জানান, ১৭৭২ সাল থেকে হবিগঞ্জ জেলার সিলিকা বালু লুট হয়ে আসছে। এ বিষয়ে সবার সোচ্চার থাকা জরুরি।

গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্য দেন দুদক চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও সচিব মোহাম্মদ খালেদ রহীম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

এর আগে গত দুই সপ্তাহে জেলায় দুদকের ১০টি বুথ স্থাপন করা হলে প্রায় দুইশ অভিযোগ জমা পড়ে। এসবের বেশির ভাগই রেলওয়ে হাসপাতাল, নির্বাচন, রেজিস্ট্রি, বিআরটিএ, পাসপোর্ট অফিসসহ বিভিন্ন সরকারি দফতরকে ঘিরে। এর মধ্যে একই তফসিলভুক্ত অভিযোগ বাতিল করে ৮০টি অভিযোগের প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়