Apan Desh | আপন দেশ

মেলা দেখাতে নিয়ে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৮, ২৯ সেপ্টেম্বর ২০২৫

মেলা দেখাতে নিয়ে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ

প্রতীকী ছবি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় টিকটকের মাধ্যমে পরিচয়ের পর মেলা দেখাতে নিয়ে এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- উপজেলার দুর্গাপুর গ্রামের ওসমান বিশ্বাসের ছেলে দাউদ বিশ্বাস (২৩) ও তার বন্ধু একই এলাকার আতর আলী।

তদন্ত কর্মকর্তা জানান, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা করা হয়। এ ঘটনায় মেয়ের দাদা বাদী হয়ে দাউদের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দুজনসহ মোট তিনজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় দাউদ বিশ্বাস ও আতর আলীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরওপড়ুন<<>>নারায়ণগঞ্জে গণপিটুনিতে ‘সন্ত্রাসী’ ইউপি সদস্য নিহত

তিনি আরও জানান, বাদীর লিখিত অভিযোগ পেয়ে তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা পেয়ে মামলা রেকর্ড করা হয়। প্রথমে দাউদকে এবং পরে আতর আলীকে গ্রেফতার করা হয়। পলাতক অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

থানা সূত্রে জানা যায়, টিকটকের মাধ্যমে দাউদ বিশ্বাসের সঙ্গে পরিচয় হয় সালথা উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর। দাউদ বিশ্বাস তেলজুড়ি নৌকাবাইচের মেলা দেখার আমন্ত্রণ জানায় ওই ছাত্রীকে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ওই ছাত্রীকে মেলায় নিয়ে ঘুরাঘুরি শেষে সন্ধ্যার পর পরমেশ্বরদী গ্রামের একটি মেহগনি বাগানে নিয়ে তিনজন মিলে ধর্ষণ করে।

খবর পেয়ে পরদিন ওই ছাত্রীর বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে এবং থানায় মামলা দায়ের করে। পুলিশ শুক্রবার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়ে দেয়। হাসপাতালে চিকিৎসা শেষে ওই কিশোরী বর্তমানে বাড়িতে রয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মোহাম্মদপুরে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার ১৭ বছর পর মুক্তি পেয়ে নির্বাচনী মাঠে বাবর দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে: আমীর খসরু রাজধানীসহ আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচন নিয়ে আর ধোঁয়াশা নেই, সবার উচিৎ সরকারকে সহযোগিতা করা: নুর জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানতে রাজি বিএনপি গণভোট–নির্বাচন একসঙ্গে মানে প্রতারণা: জামায়াতসহ ৮ দল রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে ঢাবি শিক্ষক আটক মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীসহ নিহত ৩ ট্রাম্পের কাছে ক্ষমা চািইল বিবিসি আর্জেন্টিনাকে রাতে আতিথ্য দেবে অ্যাঙ্গোলা