
সোহেল আহমেদ।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে নিহত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী ও ইউনিয়ন পরিষদের সদস্য সোহেল আহমেদ (৩২)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ও বালিয়াপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বালিয়াপাড়া গ্রামে এক ব্যক্তি দোকারঘর নির্মাণ করছিল। সকল ৯টার দিকে সোহেল তার তিন সহযোগিকে নিয়ে বালিয়াপাড়া সায়েমের কাছ থেকে চাঁদা দাবি করে। একপর্যায়ে তাকে মারধর করলে স্থানীয়রা গিয়ে গ্রামের মসজিদের ইমামকে অবহিত করে। এসময় মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে তাদের ধাওয়া করে। পরে বিক্ষুদ্ধরা সোহেলকে ঘেরাও করে গণপিটুনি দিলে সোহেল ঘটনাস্থলেই নিহত হয়। তবে পালিয়ে যায় তার সহযোগিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সোহেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
আড়াইহাজার থানার ওসি নাসির উদ্দিন, নিহত সোহেল ও তার সহযোগিদের বিরুদ্ধে আড়াইহাজার থানাসহ মাদক, চাঁদাবাজি, ডাকাতি ও দস্যুতাসহ অন্তত ১০টি মামলা রয়েছে। তবে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনার তদন্ত পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।