Apan Desh | আপন দেশ

সিলেটে বিএনপির দুই নেতা শোকজ

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১০, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:৩০, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সিলেটে বিএনপির দুই নেতা শোকজ

ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর লুটের মামলায় গ্রেফতার বিএনপি নেতা সাহাব উদ্দিনের মুক্তি দাবি করে বিবৃতি দেয়ার ঘটনায় দলের দুই নেতাকে শোকজ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তাদের শোকজ নোটিশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান, তাদের ৩ দিনের মধ্যে জেলা বিএনপির কাছে লিখিত আকারে জবাব দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

শোকজপ্রাপ্তরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজি আব্দুল মন্নান মনাফ ও সাধারণ সম্পাদক আলী আকবর।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দলের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক যে নেতার সব ধরনের দলীয় পদ-পদবি স্থগিত করা হয়েছে, তার পক্ষে ও মুক্তির দাবিতে কোনো ইউনিট প্রকাশ্যে বিবৃতি  দিয়ে বড় ধরনের গর্হিত কাজ করেছে। শোকজের জবাব পাওয়ার পর হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

আরওপড়ুন<<>>সাজেকে গাড়ি খাদে পড়ে খুবি শিক্ষার্থী নিহত

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের মুক্তি দাবি করা হয়।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরী থেকে সাহাব উদ্দিনকে গ্রেফতার করে র‌্যাব-৯। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। গত ১১ আগস্ট কেন্দ্রীয় বিএনপি চাঁদাবাজি, দখলবাজিসহ দলীয় নীতি ও আদর্শবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে সাহাব উদ্দিনের পদ স্থগিত করে।

ওই ঘটনায় সোমবার আব্দুল মন্নান ও আলী আকবর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সাহাব উদ্দিন বিগত স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের অগ্রসৈনিক ও মিথ্যা মামলায় নির্যাতিত নেতা। তাকে সাদাপাথর লুটের মামলায় মিথ্যা অভিযোগে গ্রেফতার করে জেল হাজতে পাঠানোয় উপজেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে তার মুক্তি দাবি করা হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়