Apan Desh | আপন দেশ

‘কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে’

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২২:০২, ৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:২২, ৭ সেপ্টেম্বর ২০২৫

‘কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে’

ছবি: আপন দেশ

জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছি না। তবে কিছু রাজনৈতিক ব্যক্তি বা দল অযথা শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে। এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি মঞ্চসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ও নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।

জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা জাতীয় নির্বাচনের কোনো শঙ্কা দেখছি না। তবে উদ্বিগ্ন কিছু রাজনৈতিক ব্যক্তি বা দল অযথা শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ সে দুরাভিসন্ধিতে সমর্থন করবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।

আরও পড়ুন>>>‘তারেক রহমান দেশে ফিরলে বিএনপির অর্ধেক প্রচারণা হয়ে যাবে’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা অরাজনৈতিক ও গণতান্ত্রিক চরম নিষ্ঠুর পরিবেশের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপি কাজ করেছে। আল্লাহর কাছে শুকরিয়া, সেই ঠাকুরগাঁও বিএনপি আবার উজ্জীবিত হয়েছে ও সবকিছুকে অতিক্রম করে তরুণদেরকে সঙ্গে নিয়ে আগামীকালের সফল সম্মেলনের জন্য প্রস্তুতি নিয়েছে। আমি বিশ্বাস করি এ সম্মেলন সফল হবে। ঠাকুরগাঁও বিএনপির জন্য নতুন দিগন্তের সৃষ্টি করবে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়