Apan Desh | আপন দেশ

তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৮, ২ সেপ্টেম্বর ২০২৫

তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

ফাইল ছবি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে টানা কয়েকদিন ধরে বৃষ্টি হলেও কমেনি তাপমাত্রা, বরং গরমের তীব্রতা বেড়েই চলেছে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তবে এবার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবাহওয়া অধিদফতর।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে তাপমাত্রার কমার কথা জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদফতরের সর্বশেষ তথ্য মতে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এছাড়া উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে।

আরওপড়ুর<<>>নিষেধাজ্ঞা শেষে পর্যটক-বনজীবীদের জন্য উন্মুক্ত সুন্দরবন

এ কারণে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে তীব্র গরম পড়ছে। এ অবস্থায় সোমবার (০১ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

তবে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

সংস্থাটি আরও জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়