
ছবি : আপন দেশ
টাঙ্গাইলে সখীপুরে কৃষক-শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুষ্কৃতিকারী। শনিবার (০৬ সেপ্টম্বর) মধ্যরাতে কাদের সিদ্দিকীর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।
রোববার (০৭ সেপ্টেম্বর) টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১২টার দিকে ১০-১৫ জন মুখোশধারী এ ঘটনা ঘটিয়েছি। বাসভবনের সামনে একটি গাড়ির গ্লাসসহ বাসভনের কয়েকটি জানালার গ্লাস ভেঙেছে। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। সারারাত বাসভবনে পুলিশ পাহারা দেয়া হয়। এ ঘটনায় তদন্ত চলছে।
আরওপড়ুন<<>>লক্ষ্মীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫
এর আগে শনিবার দুপুরে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাদের সিদ্দিকী।
দলীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে সভায় যোগ দেন কাদের সিদ্দিকী। সেখানে স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য শোনার প্রায় দুই ঘণ্টা পরে দুপুর সোয়া ২টার দিকে নিজ বক্তব্য শুরু করেন। প্রায় দশ মিনিট দাঁড়িয়ে বক্তব্য দেয়ার পর তিনি বসে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন। এ সময় নেতাকর্মীরা তাকে ধরাধরি করে গাড়িতে তুলে বাসায় নিয়ে যান।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।