Apan Desh | আপন দেশ

স. প্রা. বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি

রওশন আরা সভাপতি, তরিকুজ্জামান সা. সম্পাদক 

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১০, ৩০ জুলাই ২০২৫

আপডেট: ১৪:১১, ৩০ জুলাই ২০২৫

রওশন আরা সভাপতি, তরিকুজ্জামান সা. সম্পাদক 

ছবি : আপন দেশ

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কুড়িগ্রাম সদর উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। ১৯ জন উপদেষ্টা ও ৩১ জন সদস্য মনোনীত করে মোট ৫০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা অফিসে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রবিউল আউয়াল ফিরোজ এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

৫০ সদস্য বিশিষ্ট এ সদর উপজেলা কমিটিতে দোবারিয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আরা বেগমকে সভাপতি ও উত্তর ছত্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক (৩৪ তম বিসিএস নন-ক্যাডার) তারিকুজ্জামান হাসুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

এ কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, স্বপন কুমার চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, এন এম শরিফুল ইসলাম খন্দকার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণ সহ সমিতির অনান্য নেতৃবৃন্দরা। এসময় নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রবিউল আউয়াল ফিরোজ বলেন, নব গঠিত উপজেলা কমিটি মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে এবং পেশাগত উন্নয়নে ভুমিকা রাখবে এ প্রত্যাশা রইল। নবগঠিত কমিটি রিয়াজ-নজরুলের হাতকে আরও শক্তিশালী করবে এ কামনা করি। সে সরঙ্গ যেসকল সিনিয়র প্রধান শিক্ষক নিরলস ভাবে সহযোগিতা করেছেন তাদেরকে অশেষ কৃতজ্ঞতা জানাই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়