Apan Desh | আপন দেশ

কৃতী শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের সংবর্ধনা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২০, ২৮ জুলাই ২০২৫

কৃতী শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের সংবর্ধনা

ছবি : আপন দেশ

গাজীপুরের কালীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ২০২২ ও ২০২৩ইং সালে এসএসসি ও এইচএসসি, কারিগরী ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণদের সংবর্ধনা দিয়েছেন উপজেলা ও জেলা শিক্ষা অফিস। সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে  কৃতী শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম, এসইডিপি এর আওতায় উপজেলার ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৩৪ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়। 

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার মো. আল মামুন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক, সাংবাদিকসহ প্রমুখ। পবিত্র কোরান তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং সকল অতিথিদের রজনী গন্ধা ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়