
ছবি: সংগৃহীত
কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে তার ছেলের বটির আঘাতে আহত হয়েছেন ডিবি পুলিশের এসআই ইসরাফিল।
শনিবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে শহরের ৬ রাস্তার মোড় সংলগ্ন ভূমি অফিসের গলির পলান বক্স রোডে এ ঘটনা ঘটে।
ওই ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগের নেতা হারুন-উর-রশিদ ও তার ছেলে প্রণয়কে আটক করেছে পুলিশ। আটক হারুন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে।
আরওপড়ুন<<>>মসজিদের বারান্দা নির্মাণ নিয়ে সংঘর্ষে ১৫ বাড়িতে আগুন, নিহত ১
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে শহরের ছয় রাস্তার মোড়ে আওয়ামী লীগ নেতা হারুনকে গ্রেফতার করতে ডিবি পুলিশ তার বাড়ি ঘেরাও করে। এরপর পুলিশ সদস্যরা বাড়ির ভেতরে প্রবেশ করলে হারুনের ছেলে প্রণয় এসআই ইসরাফিলের পিঠে বটি দিয়ে আঘাত করে। পরে ইসরাফিলকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এরপর বাবা-ছেলেকে আটক করে পুলিশ।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমাম বলেন, আহত পুলিশ সদস্যের পিঠে ধারাল কিছু দিয়ে আঘাতের দুইটি চিহ্ন ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মুরাদ হোসেন বলেন, ডিবি পুলিশের ইসরাফিলকে কুপিয়ে আহত করা হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।