Apan Desh | আপন দেশ

এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা-ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৮, ২২ জুলাই ২০২৫

এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা-ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা

ছবি: আপন দেশ

গাজীপুরের কালীগঞ্জে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ।

আরওপড়ুন<<>>মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল

এ সময় আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই জান্নাত, পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মাহমুদুল হাসান, মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গভর্নিংবডির সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা।

কর্মশালায় প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালের ফলাফল পর্যালোচনা, জবাবদিহিতা ও শিক্ষার্থীদের ভালো ফলাফলের লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

কর্মশালা শেষে পরীক্ষায় ভাল ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়