Apan Desh | আপন দেশ

বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিশুসহ নিহত ৩

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৩, ১০ জুলাই ২০২৫

বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিশুসহ নিহত ৩

ছবি : আপন দেশ

রংপুরের পীরগাছায় বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে উল্টে পড়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

বুধবার (০৯ জুলাই) রাত ১১টার দিকে পীরগাছা উপজেলার দেউতি সড়কের বেলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশনের নজিরেরহাট এলাকা থেকে ৫০–৬০ জন যাত্রী একটি বিয়েবাড়িতে বৌভাতে অংশ নিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে গিয়েছিলেন। অনুষ্ঠানে দাওয়াত খেয়ে বাসযোগে ফেরার সময় দুর্ঘটনার শিকার হন তারা।

পীরগাছার দেউতি বেলতলী বাজার এলাকায় পৌঁছালে একটি বিপরীতগামী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি। রাস্তার ভাঙা অংশে সামনের বাম চাকা দেবে গিয়ে বাসটি পাশের একটি পুকুরে উল্টে পড়ে। রাস্তার নিচে নরম বালির স্তর থাকায় বাসটি পানিতে ডুবে যায়।

খবর পেয়ে পীরগাছা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। বাসটি সোজা করে পুকুর ও আশপাশের এলাকা তল্লাশি করে আহতদের উদ্ধার করা হয়।

পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন জানান, আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি এখনও পুকুরেই রয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

এদিকে, দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

আপন দেশ/ জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়