
ছবি : আপন দেশ
সিলেটের ওসমানীনগর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের চালকসহ আরও অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (০৫ জুলাই) ভোরে উপজেলার কুরুয়া এলাকার সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
শেরপুর হাইওয়ে পুলিশ জানায়, দুটি গাড়িই অতিরিক্ত গতিতে চলছিলো, ফলে কুরুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ইউনিক পরিবহনের চালকের সহযোগী (হেলপার) ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তির নাম রাজু।
শেরপুর হাইওয়ে থানার ওসি বলেন, ইউনিক বাসটি সিলেট থেকে ঢাকায় ও এনা বাসটি ঢাকা থেকে সিলেট আসার পথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিকের হেলপার ঘটনাস্থলে মারা যান। এছাড়া দুই বাসের চালক ও যাত্রীসহ ৭-৮জন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।