Apan Desh | আপন দেশ

‘দেশ-জনগণের স্বার্থে বিএনপি আগামীতেও ত্যাগ স্বীকারে প্রস্তুত’

পটুয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৫৩, ২ জুলাই ২০২৫

আপডেট: ১৯:৫৭, ২ জুলাই ২০২৫

‘দেশ-জনগণের স্বার্থে বিএনপি আগামীতেও ত্যাগ স্বীকারে প্রস্তুত’

তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছরে বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে। দেশ ও জনগণের স্বার্থে আগামীতেও আরও ছাড় দিতে রাজি আছে।

তিনি বলেন, পতিত স্বৈরাচারের আমলে বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই, যার নামে কম করে হলেও একটি মিথ্যা মামলা নেই।

বুধবার (০২ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি বলেন, বিএনপি এগিয়ে আসলেই এ দেশে গণতন্ত্রের ভীত শক্তিশালী হবে। জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ। দল হিসেবে আমাদের নীতি ও আদর্শ নিয়ে জনগণের কাছে যেতে হবে। আমাদের নেতাকর্মীদের বলছি, জনগণের সঙ্গে থাকুন, জনগণকেই পাশে রাখুন।

তারেক রহমান বলেন, রাজনৈতিক সংস্কারের প্রস্তাব বিএনপি আগেই দিয়েছে। তারপরও অন্তর্বর্তী সরকারের ঐকমত্য কমিশনেও অনেক ছাড় দিয়েছি আমরা। অনেক বিষয়ে একমত না হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিয়েছে বিএনপি, যেন সবাই নির্বাচনের দিকে এগিয়ে যায়।
 
দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, একজনের অপকর্মের দায় যেন পুরো দলকে না বহন করতে হয়। দলের সুনাম নষ্ট হয়, এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে।

খুব শিগগিরই দেশে ফেরার আশা প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানুষের ভোটাধিকার নিয়ে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।

তিনি আরও বলেন, ব্যালট পেপারের মাধ্যমে কাউন্সিলররা তাদের নেতৃত্ব নির্বাচন করবেন, যে আগামী দিনে কে তাদের নেতা হবে। এ দলীয় নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের কাছে আরেকটি ম্যাসেজ পৌঁছে দিতে চাই, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে।

তারেক রহমান বলেন, আগামী দিনে সাড়ে ১২ কোটি মানুষ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারে। মানুষের ভোটের অধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে সেজন্য প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকার আহবান জানান তিনি।

পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশীদ চুন্নু মিয়ার সভাপতিত্বে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

এ সময় বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহীর কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবু হক নান্নু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রোয়ানুল হক টিটু, সদসয় হাসান মামুনসহ কেন্দ্রীয়, জেলা এবং উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকরা। সম্মেলনে জেলার হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়