
ছবি : আপন দেশ
ঢাকার আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কের পাশে থেমে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (১৮ মে) রাত পৌনে ১২টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা সড়কের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) সংলগ্ন এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাসে এই আগুনের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, রোববার রাতে ডিইপিজেড-সংলগ্ন এলাকায় নবীনগর-চন্দ্রা সড়কের চন্দ্রামুখী লেনের পাশে লাব্বাইক পরিবহনের একটি বাস দাঁড় করিয়ে রাখা ছিল। রাত পৌনে ১২টার দিকে পথচারীরা বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসটির চালকের সহযোগী শফিকুল ইসলাম জানান, রাতে বাস সড়কের পাশে রেখে গোসল করতে যান তিনি। বাস থেকে যাওয়ার ১০ মিনিটের মধ্যেই আগুনের খবর পান। কেউ শত্রুতার জেরে বাসে আগুন দিতে পারেন বলে ধারণা করছেন তিনি। এছাড়াও এসময় বাসে কোনো মশার কয়েল বা আগুনের সুত্রপাত হয় এমন কিছু ছিল না বলেও তিনি জানান।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, 'রাত ১১টা ৫৮ মিনিটে বাসে আগুনের খবর পাই। পরে দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের সব আসন পুড়ে গেছে।
তবে প্রাথমিকভাবে আগুনের সুত্রপাত কীভাবে, সেটি নিশ্চিত করতে পারেননি তিনি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।