
ছবি: আপন দেশ
সাতক্ষীরায় একটি মৎস্য ঘেরে গ্যাস ট্যাবলেট ছিটিয়ে প্রায় ৮ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে ঘের মালিকরা।
বৃহস্পতিবার (১৫ মে) রাত ১১টার দিকে সদর উপজেলার লাবসা ইউনিয়নের শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, লাবসা ইউনিয়নের শিবনগরের ইব্রাহিম ও পলাশ।
ভুক্তভোগী মৎস্য ঘের মালিক জাহাঙ্গীর জানান, চঞ্চল ও তিনি মিলে তিন বছর ধরে শিবনগর এলাকায় ২৮ বিঘা জমিতে মৎস্য ঘের পরিচালনা করে আসছেন। বৃহস্পতিবার (১৫ মে) রাত ১১টার দিকে পূর্ব শত্রুতার জেরে শিবনগরের রবিউলের ছেলে রনির প্ররোচনায় একই গ্রামের ইব্রাহিম ও পলাশ ঘেরে প্রবেশ করে গ্যাস ট্যবালটে ছিটিয়ে দেয়। এ সময় তাদের হাতেনাতে আটক করে পুলিশে দেয়া হয়।
আরওপড়ুন<<>>ব্রহ্মপুত্র-দুধকুমারের ভাঙন রোধে মানববন্ধন
তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করি, মাছ ছটফট করে পানির উপরে ভেসে উঠতে শুরু করেছে। পরে দেখা যায়, ঘেরের সব মাছ মরে গেছে।
রুই, গ্রাস কার্প, ব্ল্যাক কার্প, ট্যাংরা, দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির মাছের পাশাপাশি বিপুল পরিমাণ রেনুপোনা মারা গেছে বলেও জানান জাহাঙ্গীর।
এ বিষয়ে এলাকাবাসী ও আশপাশের ঘের মালিকরা এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাতক্ষীরা সদর থানার ওসি জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক পলাশকে আটক করতে অভিযান চলছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।