Apan Desh | আপন দেশ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক, বাধলেন গাছে 

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৩, ১২ জুলাই ২০২৫

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক, বাধলেন গাছে 

সংগৃহীত ছবি

মো. সিরাজুল ইসলাম মুনজেলকে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সময় হাতেনাতে ধরে গাছে বেঁধে রাখেন এলাকাবাসী। সিরাজুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন বিএনপির দফতর সম্পাদক।

শুক্রবার (১১ জুলাই) গভীর রাতে উপজেলার চর দেশগ্রামে এ ঘটনা ঘটে। রাত আনুমানিক ২টার দিকে স্থানীয়রা মুনজেলকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকতে দেখেন। পরে গ্রামবাসী তাকে সে নারীর ঘর থেকে আটক করে উভয়কে গাছের সঙ্গে বেঁধে রাখে।

মুনজেল ধামশ্বর ইউনিয়ন বিএনপির দফতর সম্পাদক ও তার বাড়ি পার্শ্ববর্তী গালা গ্রামে। যে নারীর সঙ্গে তিনি ধরা পড়েছেন, তার স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু জানান, এটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক ঘটনা। রাত ২টার দিকে স্থানীয়রা তাদের ধরে ফেলে ও গাছে বেঁধে রাখে। আজ দুপুর ১টার দিকে সামাজিকভাবে বিষয়টি মীমাংসার জন্য বসা হয়েছে। সেখানে পুলিশও উপস্থিত রয়েছেন। দলীয়ভাবেও আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।

স্থানীয়দের জানান, মুনজেল দীর্ঘদিন ধরেই এলাকায় নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ডে জড়িত। এ ঘটনার পর এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়