Apan Desh | আপন দেশ

সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৩, ১৩ জুলাই ২০২৫

আপডেট: ১৬:৪৫, ১৩ জুলাই ২০২৫

সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর মিটফোর্ড ( স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় আরও দুই আসামিকে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) সকালে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রাজিব ও সজিব। তারা সোহাগ হত্যা মামলার এজহারনামীয় আসামি। এ নিয়ে সোহাগ হত্যার ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হলো।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ০৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

আরওপড়ুন<<>>চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

এজাহারনামীয় আসামি ১৯ জন। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ ও আটকদের তথ্যানুযায়ী ঘটনার মোটিভ জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে বুধবার (০৯ জুলাই) সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনের রাস্তার ওপর একদল লোক ভাঙারি ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পরে এলোপাতাড়িভাবে পাথর নিক্ষেপ করে নৃশংসভাবে হত্যা করে। এ সময় মরদেহের ওপর তাদের লাফাতে দেখা যায়।

শুক্রবার (১১ জুলাই) পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২) গ্রেফতার করে। এ সময় রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‍্যাব আলমগীর (২৮) ও মনির ওরফে ছোট মনির (২৫) নামে আরও দুজনকে গ্রেফতার করে।

শনিবার (১২ জুলাই) রাতে মো. টিটন গাজী (৩২) নামে আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। এ নিয়ে মোট সাতজনকে এ মামলায় গ্রেফতার করা হয়েছে।  

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়