
ছবি: আপন দেশ
সাতক্ষীরায় প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে ক্লাস বর্জন করে স্কুলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার (১৩ জুলাই) সদর উপজেলার ডিবি ইউনাইটেড হাইস্কুলে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা স্কুলের প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুলের বিরুদ্ধে ছাত্রীদের সেনেটারি ন্যাপকিন চুরি, শিক্ষক-শিক্ষার্থীদের গালমন্দসহ নানা দুর্নীতির অভিযোগ তোলেন।
মানববন্ধনে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক কংকন কুমার দাস, শিক্ষক লুৎফুননেছা ডালিয়া, আকলিমা খাতুন, মোস্তাফিজুর রহমান, অফিস সহকারী সালাউদ্দীন, ১০ শ্রেণির শিক্ষার্থী খাদিজা খাতুন, রিক মল্লিকসহ অনেকে।
স্কুলের একধিক শিক্ষক অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুল শিক্ষকদের গালমন্দসহ খারাপ ব্যবহার করেন। এছাড়া আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শিক্ষখরা বলেন, প্রধান শিক্ষক মুকুল স্কুলে থাকলে আমরা কোনো ক্লাস নেব না।
আরওপড়ুন<<>>ফেনীতে কমছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষতচিহ্ন
অপরদিকে শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক মেয়েদের সেনেটারি ন্যাপকিন চুরি করেন। এছাড়া আমাদের গালমন্দসহ খারাপ ব্যবহার করেন। তাই প্রধান শিক্ষকের পদত্যাগ না করা পর্যন্ত আমরা ক্লাস করবো না। এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।
পরে খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
শিক্ষক-শিক্ষার্থীদের গালমন্দের বিষয়টি অস্বীকার করে প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুল বলেন, আমি কড়া প্রধান শিক্ষক হওয়ায় শিক্ষকরা আমার বিরুদ্ধে লেগেছে। তবে স্কুলের অর্থ আত্মসাথের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সময়ে ভবন বরাদ্দের জন্য সাবেক এমপিসহ বিভিন্ন দফতরে ঘুষ দিতে হয়েছে। সেজন্য স্কুল ফান্ডের টাকা নিয়ে ঘুষ দিয়েছি। তিনি আরও বলেন, কেউ না চাইলে আমি স্কুলে থাকব না।
এ বিষয়ে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল বলেন, প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযোগ আমাদের কাছে রয়েছে। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া শিক্ষার্থী ও শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহবান জানান তিনি।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।