Apan Desh | আপন দেশ

হজের ভিসা আবেদনের সময় বেঁধে দিলো সৌদি

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪০, ৫ মে ২০২৫

আপডেট: ১৬:৪৩, ৫ মে ২০২৫

হজের ভিসা আবেদনের সময় বেঁধে দিলো সৌদি

ফাইল ছবি

পবিত্র হজ পালন করতে হজের ভিসা আবেদনের শেষ সময় বেঁধে দিয়েছি সৌদি আরব। এদিকে হজ পালনে সে দেশে পৌঁছেছেন মোট ২৫ হাজার ৪২৮ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২০ হাজার ৮৬৪ জন। হজ ফ্লাইট শুরু হয়েছে ২৯ এপ্রিল ও চলবে ৩১ মে পর্যন্ত।

এদিকে হজের ই-ভিসা আবেদনের জন্য সোমবার (০৫ মে) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে সৌদি সরকার। কিন্তু এখন পর্যন্ত ৬১টি হজ এজেন্সির ৯৪৮ জন হজযাত্রীর ভিসা আবেদন সম্পন্ন হয়নি। তবে সাড়ে ৪টার পরেও আবেদন প্রক্রিয়া সচল থাকলে, তাতে অংশ নেয়া যাবে বলে জানা গেছে।

আরও পড়ুন>>>ইসলামি ইতিহাসে হজের সূচনা

হজ অফিস সূত্র জানায়, চলতি বছর এখন পর্যন্ত ৬২টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৬টি, সৌদি এয়ারলাইনস ২০টি ও ফ্লাইনাস এয়ারলাইনস ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।
  
হজ যাত্রার এ সময়ে ২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ ২ মে কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭) স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন। এর আগে ২৯ এপ্রিল মদিনায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজবাড়ি পাংশার মো. খলিলুর রহমান (৭০) মৃত্যুবরণ করেন।
 
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজে যাচ্ছেন। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন ও শেষ হবে ১০ জুলাই।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়