Apan Desh | আপন দেশ

দুই বাংলাদেশীকে ধরার প্রতিবাদে ২ ভারতীয় আটক

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৮, ২ মে ২০২৫

আপডেট: ১৬:৩৬, ২ মে ২০২৫

দুই বাংলাদেশীকে ধরার প্রতিবাদে ২ ভারতীয় আটক

আটক দুই ভারতীয় নাগরিক

দিনাজপুর বিরল সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার জেরে দুই ভারতীয়কে আটক করেছে গ্রামবাসী।

শুক্রবার (০২ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে এ ঘটনা ঘটে।

বিএসএফের হাতে আটক বাংলাদেশিরা হলেন- ওই এলাকার ইসরাইল ইসলামের ছেলে এনামুল ইসলাম (৫০) ও এনামুল ইসলামের ছেলে মাসুম (১৫)।

ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম ও বিরল থানার এসআই কাওসার বিষয়টি নিশ্চিত করেছেন ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান ও মাড়াইয়ের কাজ করছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। 

এ ঘটনার পর দুই ভারতীয় নাগরিককে ধরে আনে গ্রামবাসী। আটক দুই ভারতীয় নাগরিক হলেন- অবিনাশ টুডু ও ফিলিপ সরেন। পরে বিজিবি সদস্যরা সেখানে গেলে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়