 
										ছবি : আপন দেশ
কুষ্টিয়ার খোকসায় নিখোঁজের চারদিন পর আজাদ আলী (৪৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০২ ফেব্রুয়ারী) রাতে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সিংড়া এলাকায় একটি বাড়ির পাশের বালুর স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আজাদ একই এলাকার মৃত, বক্কার মোল্লার ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৩০ জানুয়ারী সকালে আজাদ বাড়ি থেকে ভ্যান চালানোর উদ্দেশ্য বের হন। পরে আর বাড়ি ফেরেননি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এ ঘটনার পর আজাদের পরিবারের লোকজন স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। রোববার রাতে শিমুলিয়া ইউনিয়নের সিংড়া এলাকায় একটি বাড়ির পাশের বালুর স্তূপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভ্যানচালক আজাদ চারদিন ধরে নিখোঁজ ছিল। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেয়া হবে না।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































