
ফাইল ছবি।
পাবনায় গৃহবধূ হামিদা বেগম হত্যা মামলার রায়ে স্বামী তেজেম মোল্লাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. তানবির আহমেদ এ রায় দেন। এছাড়া ৫০ হাজার টাকা অর্থদদণ্ডও করা হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তেজেম মোল্লা পাবনা সদর উপজেলার ফলিয়া গ্রামের মৃত বাজর উদ্দিনের ছেলে। নিহত হামিদা বেগমের বাড়ি একই গ্রামে।
জানা গেছে, ঘটনার প্রায় ২২ বছর আগে তেজেম মোল্লার সঙ্গে বিয়ে হয় হামিদা বেগমের। বিয়ের পর তাদের ঘরে দুটি সন্তান জন্ম হয়। এরই মধ্যে তাদের মাঝে পারিবারিক কলহ দেখা দেয়। ২০২১ সালের ১৬ নভেম্বর ভোরে কলহের জেরে স্ত্রী হামিদা বেগমকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে এবং উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন তেজেম মোল্লা।
এ ঘটনায় হামিদার মা বাদী হয়ে পাবনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০২৩ সালের ২৩ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। স্বাক্ষ্য প্রমাণ শেষে সোমবার রায় ঘোষণা হয়।
পাবনার পিপি অ্যাডভোকেট গোলাম সরয়ার খান বলেন, মামলায় মোট ২৭ জন সাক্ষী প্রদান করেন। আদালতের বিচারক ফাঁসির রায় ঘোষণা করেছেন। মামলায় সরকার পক্ষে ছিলেন এপিপি আশরাফুল ইসলাম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।