Apan Desh | আপন দেশ

ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৭, ১২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:২৮, ১২ ডিসেম্বর ২০২৪

ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

সংগৃহীত ছবি

গাজীপুরের কালিয়াকৈরে তাজবির হোসেন শিহান (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তাজবির হোসেন শিহান উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন তিনি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিহান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। যুবকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ৫টার দিকে শিহান বাড়ি থেকে মৌচাক বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। মাজার রোডের সামনে ধারালো অস্ত্র নিয়ে পাঁচ যুবক তাঁকে ধাওয়া করেন। এ সময় ওই যুবক দৌড়ে মৌচাক পুলিশ ফাঁড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন। অস্ত্রধারীরা তাঁকে ধাওয়া করে পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়