Apan Desh | আপন দেশ

আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৭, ৯ নভেম্বর ২০২৪

আপডেট: ২০:৫২, ৯ নভেম্বর ২০২৪

আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ। ফাইল ছবি

নাব্যতা সংকটের কারণে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি। এতে নদীর উভয়পাড়ে পার হতে আসা পণ্যবাহী ট্রাকসহ শতাধিক যানবাহন আটকা পড়েছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুর থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি আরিচা-কাজিরহাট নৌ-রুটে ম্যানেজার আবু আব্দুল্লাহ বলেন, এ নৌরুটে বর্তমানে ৪টি রো রো ফেরি চলাচল করে। যানবাহন নিয়ে প্রতিটি ফেরি চলতে গেলে কমপক্ষে ৮ ফুট নাব্যতার প্রয়োজন হয়। 

গত কয়েকদিন নদীতে পানি কমতে থাকায় মূল চ্যানেলের বিভিন্ন অংশে ডুবোচর জেগে ওঠে। ওইসব স্থানে পানির গভীরতা ৬ ফুটের নিচে নেমে গেছে। এতে কোনোভাবেই ফেরি চলাচল করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে 

বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানায়, কয়েকদিন ধরে নাব্যতা সংকটের কারণে ওই নৌরুটের আরিচা ঘাটের অদূরে ডুবোচরে ফেরি চলতে গিয়ে আটকে যাচ্ছিল। এতে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এরপরও হাফলোড নিয়ে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেরি সার্ভিস চালু রাখা হয়। কিন্তু নদীর পানি দ্রুত কমতে থাকায় চ্যানেলটি আরো সরু হয়ে গেছে। ফলে একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করা হয়।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়